সাম্প্রতিক অতীতে প্রতিটি ম্যাচেই পুরানো রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়া অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সদ্য শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডে এমনটাই হয়েছে। ২০১৪ সালে যে পরিসংখ্যান নিয়ে ইংল্যান্ড থেকে ভারতে ফিরেছিলেন, ২০১৮ সালে নিজের হাতে গুড়িয়ে দিয়েছেন পুরানো সব রেকর্ড। বিরাট শুধু রান পেলেন না, সিরিজ সেরা হয়েও ফিরলেন। এবার উইন্ডিজের বিরুদ্ধেও নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ৩৮ রান করলেই তিনি টপকে যাবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনকে। উইন্ডিজের বিরুদ্ধে ৫৩৯ রান করার রেকর্ড রয়েছে আজহারের। কোহলি এখন দাঁড়িয়ে ৫০২ রানে। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দশটা টেস্টই খেলেছেন বিরাট। সেখানে দ্বিশতরানসহ ৩৮.৬১ গড় রেখে ৫০২ রান রয়েছে তাঁর ঝুলিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct