সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ বুধবার শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। গত সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ১৩ মাস দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। আজ রাষ্ট্রপতি ভবনে সুপ্রিম কোর্টের ৪৬তম প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগৈকে শপথবাক্য পাঠ কারণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিচারপতি রঞ্জন গগৈয়ের জন্ম অসমে ১৯৫৪সালের ১৮ নভেম্বর। ১৯৭৮ সালে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি হন। ২০১০ সালের ৯ সেপ্টেম্বর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে স্থানান্তরিত হন। ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্বাচিত হন। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আসীন হন ২০১২ সালের ২৩ এপ্রিল। এরপর চারজন বিচারপতির মধ্যে রঞ্জন গগৈকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct