সামনেই সংসদীয় নির্বাচন। তার আগেই আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় মারা গেল ১৩জন।
আফগানিস্তানে নির্বাচনী প্রচারের জন্য যে মিছিল বেরিয়েছিল তার উপর আত্মঘাতী বোমা হামলা হয়। তাতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে ও আহত হয়েছে ২৫ জন। মঙ্গলবার এই হামলার ঘটনাটি ঘটে নাঙ্গারহার প্রদেশে।
এ ব্যাপারে নাঙ্গারহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, আগামী ২০ অক্টোবর সংসদীয় নির্বাচন। এ উপলক্ষে পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের সংসদীয় প্রার্থী নাসির মোহাম্মদের সমর্থকরা মিছিলে প্রচার চলাচল। দেয় সময় এক জঙ্গি আত্মঘাতী এই হামলা চালায়।
এক প্রত্যক্ষদর্শী সাঈদ হুমায়ুন জানান, মিছিল সমাবেশে নেতারা যখন বক্তব্য রাখছিলেন সে সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় লাশগুলো পড়ে আছে।