মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা হল৷ মূলত সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়৷ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে সিরিয়ায় যুদ্ধ নিরসনে অস্ত্রবিরতি কার্যকর করতে দুজনেই সহমত হয়েছেন। হোয়াইট হাউস ও ক্রেমলিনের বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ‘সিরিয়ার দুর্দশা সকল সীমা পেড়িয়ে গেছে, আর সেখানে সহিংসতা বন্ধে সব পক্ষের অংশগ্রহণে তাদের করণীয় সবকিছু করতে হবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছেন।
প্রায় এক মাস আগে সিরিয়ায় মার্কিন জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটে। ওই ঘটনার পর এবারই প্রথম দুই নেতার মধ্যে সরাসরি কথা হল। হোয়াইট হাউস ও ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশপ্রধানের মধ্যে অন্তরঙ্গ ফোনালাপ হয়েছে৷
উল্লেখ্য সিরিয়ায় অামেরিকা ও রাশিয়া ভিন্ন অবস্থান নিয়ে চলেছে৷ এর ফলে সেখানে কিছুতেই হত্যা ধামছে না৷ এই ফোনের কথাবার্তা এবার সিরিয়ায় যুদ্ধবিরতির দিকে নিয়ে গিয়ে সিরিয়াকে ধ্বংসের হাত থেকে বাচানোর সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct