ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
সোমবার তুর্কি পার্লামেন্টে এক ভাষণে এরদোগান বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং হুমকি অন্যায় ও অসঙ্গত।
তিনি আরও বলেন, ব্ল্যাকমেইল করার যে নীতি মার্কিন সরকার গ্রহণ করেছে, তা ভুল ও অন্যায়। আমেরিকার ভুল নীতির কারণে এখন আর বিশ্বের কেউ ওয়াশিংটনকে বিশ্বাস করে না।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একঘরে করে রাখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং ইরানের বিরুদ্ধে কঠোরতম নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct