চিকিৎসার পর এবার পদার্থ বিজ্ঞান বিভাগে নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হল। এবছর পদার্থ বিজ্ঞানে তিন জনকে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মার্কিন বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, আর একজন ফ্রান্সের জেরার্ড মরু ও কানাডার ডনা স্ট্রিকল্যান্ড।
আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমী এই পুরস্কার ঘোষণা করেন। টুইটারে নোবেল কর্তৃপক্ষ জানান। আরও জানিয়েছে যে লেজার ফিজিক্সে অত্যন্ত ক্ষুদ্র ও তীব্র লেজার স্পন্দনে যুগান্তকারী আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
পুরস্কারের প্রাপ্য টাকার অর্ধেক পাবেন বিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্ধেক ভাগ করে দেয়া হবে বিজ্ঞানী জেরার্ড মরু ও বিজ্ঞানী ডনা স্ট্রিকল্যান্ডের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct