বিজেপি শাসিত রাজ্যে গো রক্ষার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয় থাকে। কোথাও গোশালা, কোথাও তাদের খাওয়ার ব্যবস্থা। তাতেও অবশ্য থেকে নেই কোনো কোনো বিজেপি শাসিত রাজ্য। মধ্যপ্রদেশ সরকার এবার গরুর প্রতি যত্ন নিতে একটা মন্ত্রক খুলতে চলেছে। এ ব্যাপারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান
রবিবার খাজুরাহ এলাকায় গো খামার মালিকদের এক সভায় জানিয়েছেন, এই রাজ্যে গো-মন্ত্রক গঠন করা হবে। গো খামার মালিকদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, গরুর কল্যাণের জন্য এই মন্ত্রক গঠন করা হবে। গরুর একটি আশ্রয়কেন্দ্রে গো শালা সমস্যা মিটবে না, আরো গোশালা গড়ে তুলতে হবে। সামনে বিধানসভা নির্বাচন মধ্যপ্রদেশে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা বলে ধারণা করা হচ্ছে। এই প্রথম শিবরাজ চৌহান গরুর জন্য একটা আলাদা মন্ত্রকের উদ্যোগ নিলেন। তবে এখানকার মধ্যপ্রদেশ গো পালন এবং পশুধান সম্বর্ধন বোর্ড তুলে দিয়ে গ মন্ত্রক গড়া হবে।