নৌকায় করে ঘোরার সময় সেলফি তুলতে গিয়ে নৌকা উল্টে জলে ডুবে মারা গেলেন চারজন চিকিৎসক৷ কোনক্রমে সাঁতরে ছজন চিকিৎসক ডাঙায় উঠতে পারলেও তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানার ফলে বাকি চারজন জলের মধ্যে তলিয়ে যান৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে মহারাষ্ট্রের ইন্দপুরের কাছে ভীম নদীতে৷ সোমবার ওই চার চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ইন্দপুর থানার সিঅাই সজন হানকারে বলেন ছুটির দিনে ১০ জন চিকিৎসকের একটি দল ইন্দপুরে বেড়াতে যায়৷ এক জেলের কাছ থেকে নৌকাটি ভাড়া নিয়ে ওতেই নৌকাবিার করছিলেন চিকিৎসকেরা। এরপর তাঁরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ওই পুলিশ কর্মকর্তা জানান, নৌকায় উঠে চিকিৎসকদের কেউ কেউ সেলফি তুলছিলেন। একপর্যায়ে নৌকাটি মাঝনদীতে চলে যায়। সেখানে সেলফি তোলার সময় নৌকাটির এক পাশে কাত হয়ে গেলে তাঁদের কেউ কেউ জলে ঝাঁপ দেন। তাঁদের মধ্যে একজন আবার নৌকাটিতে ওঠার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তির পা মাছ ধরা জালে আটকে যায়। তার ফলে নৌকাটিও ডুবে যায়। পুলিশ তদন্তে নেমেছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct