ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ফলে ৮৪৪ জন প্রাণ হারিয়েছে এখন পর্যন্ত। কিন্তু এই ভূমিকম্পকে হাতিয়ার করে সুলাওয়েসির তিনটি জেল থেকে ১২০০ জন বন্দী পালিয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ এ তথ্যটি জানিয়েছে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুলাওয়েসির পালু শহর। ভূমিকম্পের ফলে এই শহরের প্রধান কারাগারের দেয়ালও ভেঙে পড়ে। সেই সুযোগে ৫৮১ জন বন্দী পালিয়ে যায় জেল থেকে।
পালুর আরেকটি কারাগারের প্রধান ফটক ভেঙে ৩৪৩ জন বন্দী বেরিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় জেলটিতে আগুনও ধরিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন জেলের কর্মকর্তারা।
বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কিছু বন্দীর সাথে অবশ্য সমঝোতা করেছেন জেল কর্মকর্তারা। ভূমিকম্পে আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে আসবেন বলে জানিয়েছে বন্দীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct