এক আধটা গোল নয়, গুনে গুনে ১৭টা গোল খেল পাকিস্তান।তাও আবার বাংলাদেশের কাছে। পাকিস্তানের এই লজ্জাজনক পরাজয় ঘটেছে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে। এবার সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে ভুটানে। সেখানে পাকিস্তানকে ১৭ গোলে গোহারা হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশের মেয়েরা।
রোববার সন্ধ্যায় ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ প্রমীলা বাহিনী তাদের দাপট দেখিয়েই ১৭ গোল দিয়েছে পাকিস্তানকে।
প্রথমার্ধে ৮ গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে ৯ গোল। স্ট্রাইকার ইসরাত জাহান স্বপ্না করেছে একাই সাত গোল। চার গোল করেছে উইঙ্গার মার্জিয়া। ডিফেন্ডার শিউলি আজিম করেছে দু গোল। একটি করে গোল করেছে মৌসুমি, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।
গত মাসেও ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
এই প্রতিযোগিতায় গ্রুপ-এ তে খেলেছে স্বাগতিক ভুটান, মালদ্বীপ ও ভারত। আর বাংলাদেশ দল পড়েছে বি-গ্রুপে যেখানে আছে পাকিস্তান ও নেপাল। সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। ৭ অক্টোবর ফাইনাল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct