স্প্যানিশ লা লিগায় ফের ধাক্কা খেল এফসি বার্সেলোনাক্লাব। শনিবার ভাগ্য জোরে হারতে হারতে বেঁচে গেল বার্সেলোনা।এই নিয়ে লা লিগায় টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট হারাল কোর আরনেস্তো ভালভার্দের দল বার্সেলোনা।অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে মুনির এল হাদাদির গোলে কোনওক্রমে হারবাঁচায় তারা।হেরে যেতে যেতে লিওনেল মেসিরপাস থেকে মুনির হাদাদিগোল করে মান বাঁচায় বার্সেলোনার। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের মোকাবেলা করবে বার্সেলোনা।
অ্যাথলেতিকে বিলবাওয়ের বিপক্ষে প্রথমার্ধেই গোল খেয়ে হারের শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। তবে বদলি হিসেবে নামা মুনির এল হাদাদির গোলে স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
২৬তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। গোলরক্ষককে একা পেয়ে নিচু শট নেন লুইস সুয়ারেজ, পা বাড়িয়ে ঠেকিয়ে দেন ডিফেন্ডার উনাই সিমোন। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সার্জিও রবার্তোকে তুলে সার্জিও বুসকেটস এবং আরতুরো ভিদালের জায়গায় লিওনেল মেসিকে নামান কোচ। ৬২তম মিনিটে গোল পেয়ে যেতো বার্সেলোনা। কিন্তু উসমান দেম্বেলের ক্রসে ফিলিপ্পে কুটিনহোর ভলিতে বল ড্রপ খেয়ে ক্রসবারে লাগে। ৭৭ মিনিটে মেসির জোরালো শট লাগে পোস্টে। এর মিনিট সাতেক পর তার প্রথম শট গোলরক্ষক ঠেকানোর পর আলগা বল ছুটে গিয়ে ডান পায়ের শটে ছোট ডি-বক্সে বাড়ান। টোকা দিয়ে বল ঠিকানায় পাঠান তিন মিনিট আগে বদলি হিসেবে নামা স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড এল হাদাদি। মুনির হাদাদি গোল করতে ভুল করেননি।ফলে ম্যাচ ড্র হয়। তিন ম্যাচে একবারও জিততে পারেনি বার্সেলোনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct