ইন্দোনেশিয়ায় সুনামির ধাক্কা সামলাতে না সামলাতেই এবার ভয়ংকর ঘূর্ণিঝড় জাপানের দিকে ধেয়ে এল। ওই মারাত্মক ঘুর্ণিঝড়ের নাম ট্রমি। জাপানে ট্রমি ঘুর্ণিঝড়ের জেরে অন্যতম এক ব্যস্ত বিমানবন্দর নাহা বন্ধ করে দিতে হেয়েছে। ফলে বাতিল হয়েছে প্রায় এক হাজার বিমানের উড়ানযাত্রা।কানসাই বিমানবন্দরের দুটি রানওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার থেকে।
এ বিষয়ে জাপ আবহাওয়া অফিস বলেছে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থাও।
ইতিমধ্যে জাপানের ওকিনাওয়া দ্বীপে ট্রমি ঘুর্ণিঝড়ের প্রকোপে গাছপালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।
জাপান সরকার সতর্কতা জারি করে প্রায় সাড়ে তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
জাপান আবহাওয়া দফতর জানিয়েছে শনিবার সকালে প্রথমে প্রায় ১১৪ কিমি বেগে ঝড় আছড়ে পড়ে ওকিনাওয়া দ্বীপে। তারপর তার গতি বেড়ে ১৩৪ কিমিতে পৌঁছায়।তবে, ঝড়ের গতি বেড়ে ২০০ কিমিও ছুঁয়ে যায়।আপাতত মৃত্যুর খবর না পাওয়া গেলেও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct