বয়স ধরে রাখতে কে না চায়। কেউই চায়না যৌবন হারাতে। চেহারায় তারুণ্যের ছাপ যেমন মানুষের কাম্য তেমনি শারীরিক ভাবে শক্তিও ধরে রাখতে চায় মানুষ।
তবে এসব ধরে রাখার সহজ কোনো উপায় এতদিন জানা ছিলনা কারো। ভেষজ ওষুধ, নিয়মিত ব্যায়াম আর পরিমিত খাদ্যাভ্যাস হয়তো মানুষকে তারুণ্যে কিছুদিন বেশি রাখবে কিন্তু একটা সময় পর মানুষ ঠিকই বুড়িয়ে যাবে।
কিন্তু রক্তের প্লাজমা নিয়ে গবেষণা করে জনৈক বিজ্ঞানী জানাচ্ছেন ভিন্ন কথা। তার মতে, মানুষ টাকা খরচ করতে পারলে তার যৌবন ধরে রাখতে পারবে। ড. জেসি কারমাজিন নামের এই বিজ্ঞানী কিছুদিন আগে ইঁদুরের ওপর একটি গবেষণা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। সেই গবেষণায় বয়স্ক ইঁদুরের শরীরে তরুণ ইঁদুরের রক্তের প্লাজমা প্রবেশ করানোর পর বয়স্ক ইঁদুর আগের তুলনায় চনমনে হয়ে ওঠে। আর এই গবেষণাই কারমাজিনকে রসদ জোগায়।
তিনি ৮০০০ ডলারের বিনিময়ে এই প্রক্রিয়া যে কোন আগ্রহী মানুষের ওপর পরীক্ষা করতে আগ্রহী হন এবং একটা পর্যায়ে তিনি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করে এই পরীক্ষা করেন। এই পরীক্ষা নাকি ১০০% সফল না হলেও মোটামুটি রকম সফল হয়। তাই তিনি এটা আসলেই যে প্লাজমা পরিবর্তনের ফল সেটার জন্য একটি আলাদা গবেষণা করান, যদিও তা প্রকাশ করা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct