ফিলিস্তিনি শরণার্থীদের উপর গুলি চালাল ইসরাইল।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে শরণার্থীদের বিক্ষোভ সমাবেশে দুই কিশোর সহ ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০৬ জন। অবশ্য গাজা উপত্যকায় গুলি চালিয়ে ফিলিস্তিন হত্যা ইসরাইলের কাছে নতুন নয়। শুক্রবার ‘গ্রেট মার্চ অফ রিটার্ন’-এর অংশ হিসেবে ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছিল ফিলিস্তিনি শরণার্থীরা। শুধু এই সপ্তাহ নয়, টানা ২৭ সপ্তাহ ধরে প্রতি শুক্রবার এই এলাকায় তারা বিক্ষোভ দেখাচ্ছে। গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিন বসতি উচ্ছেদ ও ধ্বংস করায় ইসরাইলের বিরুদ্ধে এই বিক্ষোভ। তাদের দাবী ফিলিস্তিন ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখান থেকে লাখ লাখ ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়া হয়। সেইসব শরণার্থী নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের দাবি জানিয়ে বিক্ষোভ জারি রেখেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের বিক্ষোভে ইসরাইলী বাহিনীর গুলিতে ৬জন নিহতের মধ্যে দুই কিশোর রয়েছে। এদের নাম নায়েফ আল হাউম আর হায়াৎ খলিল। ইসরাইলি সেনাবাহিনী যদিও বলছে, হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে রকেট হামলা চালায়। তারপর তারা গুলি চালায় এবং বিমান থেকে হামলা করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct