তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সুকৌশলে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সখ্য বাড়াচ্ছে। আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতির পর এই কৌশল নিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তাতে লাভ পাচ্ছেন। জার্মানি সফরে গিয়ে সেখানকার সরকারের সংবর্ধনা পাচ্ছেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার জার্মান সফরে গেছেন এরদোগান। জার্মানির বার্লিন বিমানবন্দরে পা দেওয়া মাত্র তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
এরদোগানের এই জার্মান সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী এমিনি এরদোগান, তুরস্কের অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী প্রমুখ।
জার্মানির সংবাদমাধ্যমে এরদোগানের এই সফরে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ প্রচার করা হয়েছে। শুক্রবার এরদোগান জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে মিটিং করে দু দেশের মধ্যে নানা বিষয়ে সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct