দু বছর কেটে গেলেও চালু হল না রামজীবনপুর বাস স্ট্যান্ড। কয়েক কোটি টাকা খরচ করে তৈরী করা হয়েছে রামজীবনপুর পুরসভার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড। নির্মাণ কাজ শেষ হলেও চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে মানুষের মনে৷
পুরসভা সুত্রে জানা গেছে, ২০১৫ সালে বাসস্ট্যান্ড নির্মানের কাজ শেষ হয়৷ জল,বিদ্যুৎ সহ সমস্ত রকমের পরিষেবা সংযোগও হয়ে গিয়েছে অনেকদিন। এবার চালু হওয়ার অপেক্ষায়৷ বিভিন্ন দুর পাল্লার রুটের বাস চলাচল করে রামজীবনপুর পুরসভার উপর দিয়ে। সফলে যানজট নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে রামজীবনপুর এলাকায়। বাম আমল থেকেই পুরনাগরিকদের দাবি ছিল এই সেন্ট্রাল বাসস্ট্যান্ডের।
এবিষয়ে পুরসভার চেয়ারম্যান নির্মল চৌধূরী জানান,পুরবাসীর দীর্ঘদিনের দাবী পুরন হয়েছে।আমরা চাইছি পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দিয়ে বাসস্ট্যান্ডটি উদ্বোধন করাতে। মন্ত্রীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি।নির্দিষ্ট তারিখ না পাওয়ায় সমস্যা হচ্ছে।আশাকরি খুব শিঘ্রই বাসস্ট্যান্ডটি চালু হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct