চলতি এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচটি ভারতের কাছে কেবলমাত্র নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা সহ দলের প্রথমশ্রেনির একাধিক ক্রিকেটারকে বিশ্রামে পাঠানো হয়েছিল।যার ফলে রোহিত শর্মার জায়গায় ভারতের এই দলকে নেতৃত্ব দিতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে।ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দু'বছর পর আফগানদের বিরুদ্ধে তিনি আবারও ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন। তাঁর কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব এলেও, ধোনিকে আগের মতো নজরকাড়া পারফরম্যান্স করতে দেখা যায়নি।যার ফলে এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে দেখা গেল ধোনিকে ডিঙিয়ে অধিনায়কের কাজ করতে উদ্যোগী হলেন কুলদীপ যাদব। যদিও বিষয়টা মেনে নিলেন না ধোনি।
আফগানদের বিরুদ্ধে ম্যাচের একটা সময় কুলদীপ বারবার ধোনির উপর ফিল্ডিংপরিবর্তনের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ধোনি সেই সময় ফিল্ডিং প্লেসমেন্ট পরিবর্তনের পক্ষে ছিলেন না। তাই বারবার কুলদীপকে নিজের কাজ করে যাওয়ার কথা বলছিলেন। কুলদীপ ধোনির সঙ্গে সহমত হতে না পেরে একটা সময় রীতিমতো ধোনির ফিল্ডিং প্লেসমেন্ট নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। ঠিক তখনই ধোনি তাঁকে কড়া ধমক দেন। সেই সময় ধোনি কুলদীপকে জানান, তুমি কি বোলিং করবে? নাকি বোলিংয়ে পরিবর্তন করব? যদিও ক্যাপ্টেন কুল সচরাচর মেজাজ হারান না। ধোনির মুখ থেকে এমন কড়া কথা শুনে তৎক্ষনাৎ পরের ডেলিভারি করার জন্য প্রস্তুত হয়ে যান কুলদীপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct