ইরানের উপর চাপানো মার্কিন নিষেধাজ্ঞা যদি কোনো দেশ না মনে তাহলে সেই দেশকে কঠোর পরিণতি ভোগ করযে হবে। রাষ্ট্রসংঘ সংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার নিরাপত্তা পরিষদে বৈঠকের উদ্বোধন করার পর ট্রাম্প সদস্য দেশগুলোর প্রতি এই হুমকি দেন।
সেই সঙ্গে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালে রাষ্ট্রসংঘের সমর্থন প্রার্থনা করেন।
ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে না পারে সেজন্য ট্রাম্প উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সেইসঙ্গে ট্রাম্প বলেন, কোনো দেশ তা মানতে ব্যর্থ হলে আমেরিকার আক্রোশ থেকে তারা রেহাই পাবে না।
ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প সরে আসার পর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct