এক জোড়া জুতোর দাম সর্বোচ্চ কত হতে পারে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতা এক জোড়া জুতোর দাম নির্ধারিত হল একশো কোটি টাকার বেশি। বুধবার আরব আমিরসাহির দুবাই শহরের হোটেল বুর্জ আল আরবে নতুন জুতোর উদ্বোধন হল, যার এক জোড়ার দাম পড়বে ১ কোটি ৭০ লাখ ডলার। অভিজাত এই জুতোটি হীরা ও খাঁটি সোনা দিয়ে তৈরি করা হয়েছে। এর নকশায় ও তৈরিতে নয় মাসের বেশি সময় লেগে গেছে। জুতোয় আলাদা করে দুটি সর্বোচ্চ গুণগত মানের হীরা বসানো হয়েছে, যা ১৫ ক্যারেটের।
সোনা ও হীরার বিখ্যাত ব্র্যান্ড প্যাশন জুয়েলার্সের সহযোগিতায় আরব আমিরসাহীভিত্তিক নামকরা ব্র্যান্ড 'জাদা দুবাই' হলেই জুতো নির্মাতা।
জুতা জোড়ার ডিজাইনার ও জাদা দুবাইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক মারিয়া মাজারি জানিয়েছেন, হীরা দিয়ে জুতো জোড়ার নকশা করেছে জাদা দুবাই। দুর্লভ হীরা ব্যবহার করা হয়েছে এতে। দাম নির্ধারণ করা হয়েছে ১৭ মিলিয়ন মার্কিন ডলার। তবে এটি এখন প্রদর্শনীর জন্য।
জাদা দুবাইয়ের ফ্যাশনেবল অসংখ্য জুতার নমুনা আছে। ক্রেতারা তা দেখে পছন্দ অনুযায়ী অর্ডার দিলে তবেই তা বিক্রি করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct