বিদেশ থেকে আমদানি করা ১৯ জিনিসের শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রক। বুধবার রাত থেকে আমদানি করা এই জিনিসগুলোর দামের উপর বর্ধিত কাস্টম ডিউটি কার্যকর হবে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে যে ১৯টি দ্রব্যের উপর কাস্টম ডিউটি বাড়ছে কার মধ্যে অন্যতম ইল এসি মেশিন, রেফ্রিজিরেটর, ওয়াশিং মেশিন, স্পিকার, অলংকার সামগ্রী, রান্নাঘর সামগ্রী, গাড়ির টায়ার, প্লাস্টিক দ্রব্য, সুটকেস প্রভৃতি। এসি মেশিনের উপর আমদানি শুল্ক দ্বিগুন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct