এবার নিজের দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়লেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। ২০১৯ বিশ্বকাপের লক্ষ্যে প্রস্তুতির মধ্যে তাঁকে ছাঁটাই করেছে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ড। এবার প্রতিশোধ হিসেবে বোর্ডের বিলুপ্তির জন্য সে দেশের সর্বোচ্চ কোর্টে আবেদন জানিয়েছেন জিম্বাবোয়ে দলের প্রাক্তন এই অধিনায়ক! এই মুহূর্তে জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের অবস্থা ভালো নয়। আর্থিক দৈন্যদশায় ক্রিকেটারসহ স্টাফদের বেতন হচ্ছে না।এমন একটা পরিস্থিতিতে জিম্বাবোয়ে ক্রিকেটকে বাঁচানোর লক্ষ্যে এগিয়ে আসতে হয়েছে আইসিসিকে। সেই সুযোগে নিজের ও স্টাফদের প্রাপ্য অর্থ মিটিয়ে দিতে হারারের সুপ্রিমকোর্টে আবেদন করেছেন হিথ স্ট্রিক। আবেদনে নিজের এবং ছাঁটাই হওয়া স্টাফদের বকেয়া অর্থের তালিকা জমা দিয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের পর সব কোচিং স্টাফকে ছাঁটাই করে জিম্বাবুয়ে বোর্ড। এক প্রতিক্রিয়ায় স্ট্রিক বলেন, 'আমাদের চুক্তি অবৈধভাবে বাতিল করা হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ড চলছে ‘বেপরোয়াভাবে ও অবেহলায়’। তাই অতি দ্রুত বোর্ডের বিলুপ্তি চাই।'