তাঁদের নিয়ে সমালোচনা হবে, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা।তবে সমালোচনাটা এমন তীব্র ও চাঁচাছোলা হবে, সেটা হয়তো কল্পনাও করতে পারেননি লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সোমবার লন্ডনে অনুষ্ঠিত ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হননি মেসি-রোনাল্ডো দু'জনই। যদিও আগে মেসি নিজেই সেখানে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। আর তাই ফিফার বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না যাওয়ার কারণে মেসি-রোনাল্ডোকে সমালোচনায় ভরিয়ে দিলেন ফুটবল সংশ্লিষ্টরা। সাধারণ ফুটবল সমর্থক থেকে শুরু করে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার, কোচ, সংগঠক, এমনকি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও একহাত নিলেন মেসি-রোনাল্ডোকে। বিশেষ এক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না গিয়ে ফুটবলকেই অসম্মান করেছেন মেসি-রোনাল্ডো। আখেরে ওরা অভদ্রদের মতো কাজ করেছে।