এবারের এশিয়া কাপে কাপ জয়ের ব্যাপারে সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছিল পাকিস্তানকে। কারণ, এই পাকিস্তান দল বিগত একটা লম্বা সময় ধরে সংযুক্ত আরব আমিরশাহীকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। পাশাপাশি গত বছরের জুন মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কোহলির ভারতকে হারিয়ে দিয়েছিল সরফরাজ আহমেদের এই দলটিই। কিন্তু সেই পাকিস্তান চলতি এশিয়া কাপে দু'বারের সাক্ষাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে উড়ে গেল। প্রথমে গ্রুপ পর্বের খেলায় ৮ উইকেটের হার। সুপার ফোরের দেখায় ফের ৭ উইকেটের হার। দলের এমন ধারাবাহিক পরাজয়ে চূড়ান্ত হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। বর্তমান পাকিস্তান দলের হতশ্রী পারফরম্যান্সে ক্ষুব্ধ আকরম বলেন, 'এটা খুবই হতাশার, হৃদয়বিদারক। জয় পরাজয় থাকবেই। তাই বলে এভাবে আত্মসমর্পন নয়। ভারত প্রতি ম্যাচে একপেশে খেলে জিতেছে। নিজেদের সেরা খেলোয়াড় ছাড়াও এশিয়া কাপে ভারত অবিশ্বাস্য খেলছে। সেখানে আমাদের ক্রিকেটাররা সব বিভাগে ব্যর্থ হয়েছে। আর এটা সত্যি খুবই লজ্জাজনক বিষয়।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct