বার্সেলোনার হয়ে গত মরশুমে লা লিগা জিতলেও চ্যাম্পিয়নস লিগে হতাশা নিয়েই ফিরতে হয়েছিল লিওনেল মেসিকে। বিশ্বকাপেও তাঁর অধীনে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেনি। যার ফলে উয়েফার বর্ষসেরার মতো তাই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও হাতছাড়া হল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এমন একটা পরিস্থিতিতে এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের ভোটাভুটিতে সবাইকে চমকে দিলেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকেই এবারের বর্ষসেরা ফুটবলার হিসেবে ভোট দিলেন মেসি। অথচ রোনাল্ডো ভোট দেননি মেসিকে। রোনালদোর তিন ভোট গিয়েছে রিয়াল সতীর্থ রাফায়েল ভারান, লুকা মডরিচ ও আঁতোইন গ্রিজমানের পক্ষে। এর আগে কখনই লিও মেসিকে বর্ষসেরা করার ব্যাপারে ভোট দেননি সিআরসেভেন।২০১১ সালে আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার পর থেকেই ফিফার এই বিশেষ অনুষ্ঠানে কখনই রোনাল্ডোকে ভোট দেননি তিনি। কিন্তু এবার তাঁর তিনটি ভোটের একটি গিয়েছে রোনাল্ডোর পক্ষেই। মেসির বাকি দুই ভোট গিয়েছেন লুকা মডরিচ ও কিলিয়ান এমবাপ্পের পক্ষে।