তখন বিমান মাঝ আকাশে দুরন্ত গতিতে ছুটছে। সে সময় এক যাত্রীর বাথরুমে যাওয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু বাথরুমের দরজা খুঁজে পাচ্ছিলেন না। বাথরুমের দরজা ভেবে যেটি খুলতে যাচ্ছিলেন সেটি হল বিমান থেকে বেরনোর দরজা। বিমানসেবিকাদের নজর যেতে তবেই রক্ষে। তড়িঘড়ি সেই দরজা খোলার প্রচেষ্টা বন্ধ করা গেলেও আতঙ্ক যায়নি। ঘটনাটি অন্য কোনো দেশের নয়, এ দেশেই। দিল্লি থেকে বিমানটি পাটনার পথে যাচ্ছিল। আজমীর শহরের এক ব্যাংকে পোস্টিং হওয়া এক কর্মী নিজের বিহারের কাঁকরবাঘ গ্রামে নিজের বাড়িতে ফেরার জন্য দিল্লি থেকে বিমানে উঠেছিলেন সোমবার।
জীবনে প্রথমবার বিমানে চড়েছেন। কোনো ধারণা ছিল না বিমানের মধ্যে কোথায় বাথরুমের দরজা। তার ফলেই বিপত্তির মুখে পড়তে যাচ্ছিলেন।
পাটনা বিমানবন্দরের অফিসার সানোয়ার খান জানান, ওই যাত্রীকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রী জানান, তিনি এই প্রথমবার বিমানে যাচ্ছেন। তাই বাথরুমের দরজা ভেবে এক্সিট দর খুলতে গেছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ এরপর তাকে একটি বন্ডে সই করিয়ে ছেড়ে দেয়। তবে, সাংবাদিকদের কাছে ওই যাত্রীর নাম জানতে চায়নি বিমানবন্দরের অফিসাররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct