বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মানুষ সদিমেদজো অার নেই৷ রবিবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মধ্যাঞ্চলে ১৪৬ বছর বয়সি সদিমেদজোর মৃত্যু হয়৷ তিনি মারা যান। সডদমেদজো মবাহ গোতো নামেও পরিচিতছিলেন৷ তিন শতাব্দীর সাক্ষী সদিমেদজো ১৮৭০ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। তিনি দু দুটি বিশ্বযুদ্ধ দেখেছেন৷
বিশ্বের সবচেয়ে বেশি বয়সি মানুষ সদিমেদজোর জন্ম রেকর্ড সেভাবে লিপিবদ্ধ নেই৷ কারণ ইন্দোনেশিয়ায় ১৯০০ সাল থেকে জন্মনিবন্ধন শুরু হয়েছে। দেশটিতে এর আগে জন্ম নেওয়া ব্যক্তিদের জন্ম তারিখে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে৷ । তবে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা সদিমেদজোর জন্ম নথিপত্র সঠিক বলে দাবি করেছেন৷
গত ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদিমেদজো। ছয় দিন পর ছেড়েও দেওয়া হয় তাকে।
বাড়িতেই তার মৃত্যু হয়৷
এর অাগে সদিমেদজো জাকার্তা পোস্টে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি মরতে চান৷ কারণ তার স্ত্রী কন্যা পুত্র সবাই মারা গেছেন৷ ইশ্বরের কৃপায় তিনি বেচে অাছেন৷