আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির আগমন ছিল বেশ চমকপ্রদ। গ্লাভস হাতে উইকেটের পিছনে তিনি যেমন ভারতকে দারুণভাবে সামাল দিয়েছেন, একইভাবে ব্যাট হাতে দলের স্কোরবোর্ডও সচল রাখতেন। ব্যাট হাতে শুধু দলের স্কোরবোর্ড সচল রাখা নয়, বিভিন্ন ম্যাচে তাঁর চওড়া ব্যাট থেকে বেরিয়ে এসেছে নতুন রকমের সব শট। এর আগে ধোনির হেলিকপ্টার শট বিশ্বক্রিকেটে সাড়া ফেলার পাশাপাশি সবাইকে অবাক করেছে। তাঁর ওই শক্তিশালী শটে বলকে প্রতিবারই বাউন্ডারি পার করতে হয়েছে। ধোনির হেলিক্পটার শট পরবর্তী সময়ে এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে, তরুণ প্রজন্ম ওই শট নেওয়ার প্রস্তুতিও নেওয়া শুরু করে। সংযুক্ত আরব আমিরশাহীতে চলতে থাকা এশিয়া কাপে একটি ম্যাচে ধোনি আবারও একটি অদ্ভুত শট নিয়ে সবাইকে অবাক করেছে।ওই শটের নাম দেওয়া হয়েছে 'স্ল্যাপিং শট'। ভারতীয় ইনিংসের ৩২তম ওভারে মাশরাফি মোর্তাজার বলে ফ্রি হিট পায় ভারত। ধোনি মারেন প্রবল জোরে 'স্ল্যাপিং শট'। সেই শটের আঘাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে কোনও রকমে বেঁচে যান আম্পায়ার। বলের রকেট গতি সহজে বাউন্ডারি লাইন স্পর্শ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct