টানটান উত্তেজনা ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে
মালদ্বীপে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার সকাল ৮:০০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ মালদ্বীপে। কারণ, প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন দ্বিতীয় বার ক্ষমতায় আসতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।
ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বিরোধীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে।
প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন এবার জোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছেন বিরোধী নেতা আর ইব্রাহিম মোহাম্মদ সলিহর সঙ্গে। বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন পরিস্থিতি বুঝে চিনের প্রতি ঝুঁকেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশেদকে জোর করে সরিয়ে দেওয়ার পর নানা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে মালদ্বীপ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct