ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান একে অপরের মহা শত্রু। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক, ক্রিকেট সস্পর্কের হাল যতই বেহাল হোক না কেন, কিছু কিছু বিষয়ে আবার মধুর সম্পর্কও আছে তাদের মধ্যে। কিছু দিন আগে ইমরান খান তাঁর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর ও নভজোৎ সিং সিধুকে। শোয়েব আখতারের সঙ্গে ভিভিএস লক্ষণের বন্ধুত্বের কথা অনেকেরই জানা। দুজনই প্রায় সমবয়সী। দুই তারকার ক্রিকেট কেরিয়ার শুরু প্রায় একই সময়ে। আর ক্রিকেট ছেড়ে অনেক বছর ধরেই দুজনই যোগ দিয়েছেন ধারাভাষ্য পেশায়। ক্রিকেট কেরিয়ারের সময়ের চেয়ে এখনকার বন্ধুত্ব আরও গভীর। সেই গভীর সম্পর্কের নমূনা দেখা গেল ভারত-বাংলাদেশ ম্যাচ চলার সময়। দুজনই কমেন্ট্রি শেষ করে চা বিরতিতে জল খেতে ডাইনিংরুমে এসেছেন। লক্ষণ এসেছিলেন অনেকটা আগেই। শোয়েব এসে দেখলেন লক্ষণ কফি বানাচ্ছেন। শোয়েব তাঁর জন্যও এক কাপ বানাতে বললেন। নিজেরটা শেষ করে শোয়েব আখতারের জন্য কফি তৈরী করতে লাগলেন লক্ষণ। কাপে গরম জল, দুধ ঢাললেন।চিনি ঢাললেন কিছুটা। এরপর ডাক দিলেন শোয়েবকে,‘ চিনি কতটা?’ শোয়েব চিনির পরিমাণ বলে দিলেন। তারপর কফির কাপ শোয়েবের হাতে তুলে দিয়ে মজা করতে লাগলেন লক্ষণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct