উত্তর কোরিয়ায় পরমাণু নিরস্ত্রীকরণ করা নিয়ে ফের আলোচনা শুরু করতে আগ্রহ প্রকাশ করল আমেরিকা।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইনের বৈঠকের পর আমেরিকা এই মানিভাব প্রকাশ করেছে।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমেরিকা উত্তর কোরিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা শুরু করতে প্রস্তুত। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন কর্তৃক দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইনকে দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে আমেরিকা এ আলোচনা পুনরায় শুরু করতে চায়।
তিনি জানান, আমেরিকা উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তিনি আগামী সপ্তাহে তার সঙ্গে বৈঠক করতে নিউ ইয়র্কে যাবেন। এ ছাড়া দেশ দুটির প্রতিনিধিরা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এ বিষয়ে আলোচনা বৈঠকে বসবেন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দ্রুত পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ করা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় আরেকটি শীর্ষ বৈঠকে বসতে চাওয়ায় এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিনদিনের পিয়ংইয়ং সফর শেষে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় ফিরে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জা ইন মার্কিন ও উত্তর কোরিয়ার মনোভাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
মুন আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও শিগগিরই উত্তর কোরিয়া সফর করবেন এবং নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও তার দ্বিতীয় বৈঠকটি হতে পারে।