গুজরাতের বিধায়কদের ভাগ্য সুপ্রসন্ন। এক লাফে তাদের বেতন বেড়ে গেল ৪৫ হাজার টাকা্।ফলে গুজরাতে এখন যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন তারা মাস গেলে মাইনে পাবেন প্রায় একজন আইএএস অফিসারের মতো।মাসে বেতন হবে ১,১৬,৩১৬ টাকা। বর্তমানে গুজরাতের বিধায়কদের বেতন ভাতা মাসে ৭০,৭২৭ টাকা। তার উপর বাড়ল ৪৫,৫৮৯ টাকা।
শুধু বেতন নয়, তাদের দৈনন্দিন ভাতাও বেড়েছে। বিধায়কদের দৈনন্দিন ভাতা ছিল ২০০ টাকা। তা বেড়ে হাজার টাকা হয়েছে। তেমনি পোস্টাল ভাতাও মাসে এক হাজার টাকা থেকে বেড়ে ১০ হাজার টাকা হয়েছে।শুধু বিধায়ক নন, মন্ত্রীদেরও বেতন বেড়েছে মন্ত্রীরা এখন থেকে আর ৮৬ হাজার টাকা নয়, পাবেন মাসে ১,৩২,০০০ টাকা।এই বর্ধিত বেতন ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই ধরা হবে। উল্লেখ্য, গুজরাত বিধানসভায় ১৮২জন বিধায়ক রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct