কাশ্মীর সহ অন্যান্য সমস্যা নিরসনে পাকিস্তান ও ভারতের মধ্যে আলাপ জরুরি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে একথা লিখেছিলেন। গতমাসে নিউ ইয়র্কে ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের বিদেশ মন্ত্রী সৈয়দ মাহমুদ কুরেশির বৈঠকে সেই চিঠি তোলা হয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য ২০১৫ সালে ভারত পাক আলোচনা শুরু হলেও ২০১৬ সালের জানুয়ারি মাসে পাঠান কত হামলার পর তা থমকে যায়। ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ফের শান্তি আলোচনার সম্ভাবনা প্রবল হয়েছে।