বিশ্বে শিশু মৃত্যুর হার ভয়ংকরভাবে বাড়ছে। প্রতি ৫ সেকেন্ডে মৃত্যু হচ্ছে একটি শিশুর।শুধুমাত্র ২০১৭ সালে ১৫ বছরের কম বয়সীদের মৃত্যুর সংখ্যা ৬৩ লক্ষ। এদের বেশিরভাগ মৃত্যু হচ্ছে অসতর্কতার কারণে। ইউনিসেফ, হু, রাষ্ট্রসঙ্ঘের আরো সংস্থা ও বিশ্ব ব্যাংকের সংস্থা মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে এই তথ্য প্রকাশ করেছে।
এই তথ্য বলছে, শিশু মৃত্যুর অর্ধেকের বেশি হচ্ছে সদ্যোজাত। ইউনিসেফের তথ্য ডিরেক্টর লরেন্স চাঁদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে ৫ বছরের কম বয়সি শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ৫৬ লক্ষ। আর তাদের অর্ধেকের বেশি হবে নবজাতক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct