ভূতের আতঙ্ক জলপাইগুড়ির বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলে
ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে জলপাইগুড়ি জেলার একটি সরকারি হাই স্কুলে। স্কুলটি অবশ্য জলপাইগুড়ি শহর থেকে খুব বেশি দূরে নয়। জলপাইগুড়ির শ্রীরামপাড়ায় বিবেকান্দ হাইস্কুল নামে শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ুয়াদের কাছে এখন আতঙ্ক। শহরের উপকণ্ঠের এই স্কুলে ভূত নাকি রাতের অন্ধকারে দাপিয়ে বেড়াচ্ছে। বাদ যাচ্ছে না আশেপাশের বাড়িও। তার ফলে ভূত আতঙ্ক বিরাজ করছে। এর জেরে পড়ুয়ারা পড়া তো দূরের কথা ভূত ভয় দূর করতেই উঠেপড়ে লেগেছে। ডেকে আনছে ওঝাকে। পড়ুয়াদের কেউ কেউ বলছে, ভূতের আড়ত মূলত শৌচাগারে। শৌচাগারে ঢুকলেই নাকি গা চমচম করে ভিরমি লাগছে। সে সময় ভূতের ছায়াও তাদের ঘিরে ধরছে। তবে স্কুল কর্তৃপক্ষ ভূতের তাণ্ডবের কথা মানতে নারাজ। তারা বরং পড়ুয়াদের মনোরোগ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করার পক্ষপাতী।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct