টানা পাঁচবার জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ।শনিবার উল্ফসবার্গকে ৬-০ গোল বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখ। শুরুর প্রথম দিকটা ভালো না হলেও শেষ দিকে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। দিনের অপর ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ ইনগোস্টাদের সাথে গোলশূন্য ড্র করায় তিন ম্যাচ হাতে রেখেই ১০ পয়েন্ট এগিয়ে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। এই নিয়ে ২৭তম বারের মতো বুন্দেসলিগার চ্যাম্পিয়নের শিরোপা পেল বায়ার্ন। একটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল লিপজিগ। কিন্তু শেষদিকে 'অখ্যাত' দলটি নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি। ৩১ খেলায় তাদের পয়েন্ট ৬৩, বাকি তিন ম্যাচ জিতলে সর্বোচ্চ ৭২ পয়েন্ট হবে তাদের। ভলসবুর্গকে হারিয়ে সমান খেলায় ইতোমধ্যেই ৭৩ পয়েন্ট অর্জন করে ফেলেছে বায়ার্ন। চলতি লিগে মাত্র দুটো ম্যাচ হেরেছে তারা। জিতেছে ২২টি, সাতটি ম্যাচে করেছে ড্র। অ্যাওয়ে ম্যাচটিতে দুই গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। ভলসবুর্গের জালে একবার করে বল পাঠিয়েছেন ডেভিড আলাবা, আরিয়েন রোবেন, থমাস মুলার এবং জসুয়া কিমিচ। লিওয়ানদোস্কি এই দুই গোলসহ মৌসুমে ২৮টি গোল করেছেন। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন তিনিই শীর্ষে রয়েছে। এক গোল কম করে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের পিয়েরে-এমেরিক অবামেয়াং।
বায়ার্নের হয়ে নতুন এক রেকর্ড করেছেন কোচ আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের চারটিতেই শিরোপা জিতলেন তিনি। এর আগে এসি মিলানের হয়ে ইতালিয়ান সিরি'আ, চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং পিএসজির হয়ে ফরাসি লিগ ওয়ান জিতেছেন এই ইতালিয়ান। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতালেও স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন করতে পারেননি, আনচেলত্তির ক্যারিয়ারে অপ্রাপ্তি এখন ওই লা লিগা জিততে না পারাটাই। ভবিষ্যতে সেই স্বপ্নটা পূরণ হয় কিনা তা দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct