গ্রেফতার হলেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী কমিশন মালেশিয়ান অ্যান্টি করাপশন কমিশন অর্থ তছরুপ মামলায় বুধবার তাক গ্রেফতার করেছে।
জানা গেছে, মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ১-এমডিবি’র অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় তদন্তে নামে এমএসিসি। প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ৬২৮ মিলিয়ন ডলার নিজের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। সেই অভিযোগের ভিত্তি তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কুয়ালালামপুরের আদালতে হাজির তোলা হবে।
উল্লেখ্য, এ বারের নির্বাচনে পরাজিত হয়েছে নাজিবের দল। ফলে প্রধানমন্ত্রীর আসনে বসেন মাহাথির মুহাম্মদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct