এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই মূলত এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের। শ্রীলঙ্কা বোলারের বলের আঘাতে হাতের হাড় ভেঙে যায় তাঁর। যদিও দলের প্রয়োজনে সে ম্যাচেই একহাতে ব্যাট করতে মাঠে নামতে দেখা গিয়েছিল তামিমকে। ম্যাচ শেষে চিকিৎসকরা জানিয়ে দেন, আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের এই ওপেনারকে। তাই আর দেরি না করে এদিনই দেশে ফিরলেন তামিম ইকবাল।দুবাইয়ের স্থানীয় আল-জাহরা হাসপাতালের জার্মান বিশেষজ্ঞ ডাক্তার তামিমের হাতে দেখে নিশ্চিত করেছেন, এখনই তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তারপরও আরও বিস্তারিত জানার জন্য তামিমের রিপোর্ট পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে। সেখানকার স্পোর্টস সার্জনরা শীঘ্রই গোটা বিষয়ে রিপোর্ট করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct