যদি কোনো হিন্দু বলে ভারতে মুসলিমদের থাকতে দেব না, তা হিন্দুত্বের মূল্যবোধের বিরোধী। হিন্দুত্ব মানে মুসলিমদের বিরোধিতা নয়। দিল্লিতে তিনদিন ব্যাপী আরএসএসের ভবিষ্য কি ভারত সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বললেন আরএসএস সুপ্রিমো মোহন ভাগবত। মঙ্গলবার
দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আরএসএসের এদিনের অনুষ্ঠানে মহান ভাগবত আরও বলেন, হিন্দুত্ব মানে অন্যদের বিরোধিতা নয়।আরএসএসের এই অনুষ্ঠানে বিভিন্ন মুসলিম, খৃস্টান সংগঠনের ও বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়।
তবে সরকার পরিচালনার ক্ষেত্রে আরএসএসের প্রভাব নেই বলে তিনি মন্তব্য করেন।