অামেরিকাকে চাপে রাখা৷ তাই জাপান সাগরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করে অামেরিকা৷ বিমানবাহী যুদ্ধজাহাজ কার্ল ভিনসনকে সাঙ্গ করে এই মহড়া চলছে। শনিবার রুশ সংবাদমাধ্যম আরটি সূত্রে জানা গেছে এ খবর।
অারটি ডট কমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তেজনা নতুন দিকে মোড় নিয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে পূর্ব সাগরে সন্ধ্যার দিকে মহড়া শুরু করে দক্ষিণ কোরিয়া ও অামেরিকা৷ পূর্ব চীন সাগরের ইয়েলো সি’তে দুই দেশের নৌবাহিনীর মধ্যে মহড়া শুরু হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে৷
যে সব মার্কিন রণতরী জাপান জাগরের দিকে মোতায়েন করা হচ্ছে এবং মহড়ায় নিয়োজিত করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্ল ভিনসন ইউএসএস লেক চ্যাম্পলেইন, মাইকেল মারফি, ওয়েন ই. মেয়ার ও আরও দুইটি ডিস্ট্রোয়ার৷ পূর্ব উপকূলে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়াও। পিয়ংইয়ং ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই মহড়া শুরু করেছে অামেরিকা ও দক্ষিণ কোরিয়ার৷
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য চীনের আহ্বানকে রাশিয়া সমর্থন জানিয়েছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct