চিনা দ্রব্য এখন বিশ্বের ঘরে ঘরে। ইলেকট্রনিক সামগ্রীতে তারা জাপানের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে। সামরিক শক্তিতেও তারা অবহেলার নয়। এবার তারা বিশ্বের মধ্যে বৃহত্তম বিমানবন্দর তৈরির কাজে দ্রুত এগিয়ে চলেছে। বিশ্বের বৃহত্তম বিমানবন্দর হিসেবে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করবে বেইজিং ডেক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর। ২০১৪ সালে শুরু হওয়া এই বিমানবন্দরটি চালু হলে এখান থেকে বছরে ৬ লাখ ২০ হাজার ফ্লাইট ওঠানামা করতে পারবে। আর পরিষেবা পাবে অন্তত ১০ কোটি মানুষ। উল্লেখ্য, চিনের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান সি-৯১৯। বিমানটির দৈর্ঘ্য ৩৮ দশমিক ৯ মিটার আর প্রস্থ ৩৩ দশমিক ৬ মিটার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct