হার্ট অ্যাটাক হলেন অাপৎকালীনভাবে হাসপাতালে নিয়ে যেত হয় রোগীকে৷ অনেক ক্ষেত্রে দেরি হওয়ার কারণে বিপদ ডেকে অানে৷ অাসলে বুঝে ওঠা যায়না হার্ট অ্যাটাক হয়েছে কিনা৷ গ্যাস অম্বল হয়েছে ভেবে বিলম্ব হয়ে যায়৷ অথচ ডাক্তারদের পরামর্শে কিছু সতর্কতা অবলম্বন করলে বিপদ এড়ানো যায়৷
দিব্যি হেঁটে চলা সুস্থ মানুষ হার্ট অ্যাটাক হয়ে বাঁচা-মরার সঙ্গে লড়াই করছেন। চিকিৎসকরা বলেন, হার্ট অ্যাটাক দেহের একটি অনিশ্চিত প্রক্রিয়া। কেউ কেউ হার্ট অ্যাটাকের পর অনেকদিন বেঁচে থাকেন আবার কেউ কেউ মুহূর্তে মারা যান। অনেকে হার্টের ব্লকসহ দীর্ঘদিন ভালো থাকেন চিকিৎসার মাধ্যমে আবার অনেকে হারিয়ে যেতে পারেন জীবন থেকে। হঠাৎ হার্ট অ্যাটাক হলে তার কিছু লক্ষণের কথা বলছেন ডাক্তাররা৷
নিচে কতগুলো লক্ষণ দেওয়া হলো। এগুলোই হার্ট অ্যাটাকের মূল ও প্রাথমিক লক্ষণ-
রোগীর নিঃশ্বাসের কষ্ট হবে।
বুকে পাথর চাপিয়ে দেওয়ার মতো ভারি ভাব হবে।
দরদর করে ঘাম ঝরবে রোগীর।
বুকের কষ্ট ক্রমশ হাত, কাঁধ ও চোয়ালে ছড়িয়ে পড়বে।
অবশ হয়ে যাওয়ার অনুভূতি হবে।
অনেকে অজ্ঞানও হয়ে যেতে পারেন।
এই লক্ষণগুলোর কোনো একিট বুঝকে পারেল আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার৷ তবে এসব ক্ষেত্র হাসপাতালই উপযোগী৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct