আগামী ১৯ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তার আগে মঙ্গলবার গ্রুপের প্রথম ম্যাচে হংকং এর বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিরা। প্রতিপক্ষ হিসাবে হংকং বিশেষ শক্তিশালী না হলেও সে ম্যাচে মাঠে নামার আগে যথেষ্ট নার্ভাস এশিয়া কাপে ভারত নেতা রোহিত শর্মা। এর পিছনে কারণ অবশ্য ভারতীয় দলে কোহলির অনুপস্থিতি। দলে কোহলির মতো একটা নির্ভরযোগ্য ক্রিকেটার না থাকায় ভাবে অনেক বেশি প্রত্যাশার চাপে পড়বে তার কাঁধে। প্রত্যাশার চাপ কাটিয়ে ভারতকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মার কাছে। সেটা মাথায় রেখে এদিন সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বলে ফেললেন, 'এশিয়া কাপ নিয়ে আমি ভীষণ উত্তেজিত। একই সঙ্গে আমি খুব নার্ভাস। দলের অধিনায়ক হিসেবে এটা আমার কাছে খুব বড় টুর্নামেন্ট। আশা করি দলের সবার সহযোগিতায় এখানে আমরা সফল হব।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct