কেনিয়াতে শুধু মাত্র স্যানিটারি পণ্যের জন্যে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য হচ্ছে যুবতীরা। ইউনিসেফের নতুন গবেষণায় দেখা যাচ্ছে, রাজধানী নাইরোবির পাশে কিবেরাতে ৬৫ ভাগ নারী স্যানিটারি প্যাডের বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপন করেন যেটি আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় বস্তি।
শুধুমাত্র পশ্চিম কেনিয়াতে ১০ শতাংশ প্রাপ্তবয়স্ক কন্যা স্যানিটারি প্যাডের জন্যে যৌন সম্পর্কে জড়ায়। ৫৪ শতাংশ মেয়ে বলেছে তারা ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় স্যানিটারি পায় না। শতকরা মাত্র ২২ ভাগ স্কুলে পড়া মেয়েরা নিজেদের স্যানিটারি প্যাড নিজেরা কিনে নিতে পারে।
বিশেষ করে দ্য ইন্ডিপেন্ডেন্টের বক্তৃতায়, ইউনিসেফ কেনিয়ার জল, স্যানিটেশন ও হাইজিনের প্রধান অ্যান্ড্রু ট্রেভেট বলেন, স্যানিটারি আইটেমগুলির বিনিময়ে যৌন সম্পর্ক গড়ার ঘটনা অতি সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন দুটি কারনে এই ঘটনা ঘটছে একটি সুস্পষ্ট কারণ হল দারিদ্র্য আর একটি হল স্যানিটারি পণ্যের পর্যাপ্ত জোগান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct