ভারত ফের ভাগ হবে। তবে তা ধর্মের ভিত্তিতে নয়, জনসংখ্যার কারণে। ভারত ভাগ হয়েছিল ১৯৪৭ সালে। ফের ভারত ভাগ হবে তার ঠিক একশো বছর পর ২০৪৭ সালে। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে রোববার এই মত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারির শিল্প উদ্যোক্তাবিষয়ক প্রতিমন্ত্রী ও বিশিষ্ট বিজেপি নেতা গিরিরাজ সিং।ট্যুইটারে গিরিরাজ বলেন, বিগত ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে ১৩৫.৭ কোটিতে পৌঁছেছে। আর জনসংখ্যার এই ভয়াবহ বিস্ফোরণই দেশভাগ হওয়ার জন্য যথেষ্ট।
ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে ২০৮৭ সালে ভারত ভেঙ্গে যাবে বলে আশঙ্কা করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারে ক্ষুদ্র, মাঝারির শিল্প উদ্যোক্তাবিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং।
রোববার এক টুইট তিনি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ না করে বলেন, ২০৪৭ সালে ভারত আবার ভাগ হবে। ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল, ২০৪৭ সালে ফের তার পুনরাবৃত্তি ঘটবে। জনসংখ্যা নিয়ে কোনও সম্প্রদায়ের দিকে ইঙ্গিত না দিলেও নাম না করে জম্মু ও কাশ্মীর নিয়ে তিনি মন্তব্য করেন। গিরিরাজ বলেন, এখনই ৩৫ এ বিতর্ক নিয়ে নানা গন্ডগোল হচ্ছে। তাহলে এত বছর পর ২০৪৭ সালে ফের অখন্ড ভারত বলে ডাকা যাবে না, দেশভাগ রোখা অসম্ভব হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct