এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা ক্রীড়া জগৎকে অবাক করে দিয়েছেন ১০২ বছর বয়সী মন কৌর।বয়সের ভারে শিরদাঁড়া বেঁকে গেলেও, এবার ওয়ার্ল্ড মাস্টার গেমে একইভাবে নজরকাড়া পারফরম্যান্স করে সবাইকে চমকে দিলেন তিনি। ওয়ার্ল্ড মাস্টার গেমসে ১০০ থেকে ১০৪ বছর বয়সী প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারে। এটাকে অনেকেই সিনিয়রদের অলিম্পিকও বলে থাকেন। সিনিয়রদের সেই অলিম্পিকে সবাইকে পিছনে ফেলে সোনার পদক জিতলেন পঞ্জাবের পাটিয়ালার বাসিন্দা মন কৌর।ভারতের সবচেয়ে বেশি বয়সের এই অ্যাথলিট ৯৩ বছর বয়স থেকে শুরু করেন দৌড়। এর আগে ওয়ার্ল্ড মাস্টার গেমে ২০টি সোনা জিতেছেন তিনি। শেষ ২০১৭ সালেও সোনার পদক জেতেন তিনি। আর এবারেও ঠিক একইভাবে প্রতিযোগিতার সেরা হলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct