আগে সেনা বা পুলিশের বেশে হামলা করতে দেখা গেছে। এবার সংগীত শিল্পীদের বেশে হামলা হল মেক্সিকো শহরে। ঐতিহ্যবাহী মারিয়াচি গানের গায়কদের মতো পোশাক পরে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালাল মেক্সিকো সিটিতে। বন্দুকবাজদের গুলিতে পাঁচজন নিহত হয়েছে। একজন বিদেশি সহ আটজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটির প্লাজা গ্যারিবল্ডিতে। রাত দশটা নাগাদ হামলা চলে।
পুলিশ জানিয়েছে, পর্যটকদের কাছে জনপ্রিয় প্লাজা গ্যারিবল্ডির কাছে একটি রাস্তায় নির্বিচারে গুলি করে পাঁচজনকে হত্যা করার পর মোটরসাইকেলে করে পালায় বন্দুকধারীরা।
নিহতদের মধ্যে দু'জন ডাকাতির অভিযোগে সাজাপ্রাপ্ত আসামীও আছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে মেক্সিকো সিটিতে খুনের সংখ্যা বেড়েছে। ২০০৬ সালে মেক্সিকো সরকার সংগঠিত অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে প্রায় ২ লাখ মানুষ নিহত হয়েছে বা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct