ম্যাচের শুরুতেই লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের বলে হাতে মারাত্মক আঘাত পান বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। মাঠে তামিমকে যন্ত্রণায় কাতরাতে দেখে সঙ্গে সঙ্গে তার হাতে স্ক্যান করা হয়। সেখানে দেখা যায় তারপর জিভ হাড় ভেঙেছে। তখনকার মতো তামিম মাঠ ছাড়লেও, দলের কঠিন সময়ে আবারও ব্যাট হাতে মাঠে নামেন বাংলাদেশ ক্রিকেট দলের এই ওপেনার ব্যাটসম্যানটি। শুধু মাঠে নামা নয়, এক হাতে ব্যাট করে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন তামিম। শেষ পর্যন্ত দলের স্কোর বোর্ডে তামিম (২) বিশেষ রান জমা করতে না পারলেও, তার সঙ্গে শেষ হয় উইকেটে জুটি বেঁধে ৩২ রান তুলে ফেলেন মুশফিকুর। মূলত মুশফিকুরের ১৫০ বলে ১৪৪ রানের ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৬১ রান তুলতে সাহায্য করে। এর মধ্যে খানে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা একাই প্রতিপক্ষের চারটি উইকেট তুলে সবার নজর কাড়েন। বল হাতে মালিঙ্গা দলকে ভরশা দিলেও ব্যাট হাতে শ্রীলঙ্কাকে রক্ষা করতে পারলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। রান তাড়া করতে নেমে লেজেগোবরে হয়ে ৩৫.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। আর তাতেই এশিয়া কাপের প্রথম ম্যাচে ১৩৭ রানের বড় জয় তুলে নিল বাংলাদেশ। দুটি করে উইকেট পান মাশরাফি মোর্তাজা, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct