কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ‘ইসলাম গ্রহণের’ গুজব, ভিডিও ভাইরাল!
বেশকিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ইসলাম গ্রহণ সংক্রান্ত একটি পোস্ট এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে পশ্চিমি দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে এই মর্মে যে ‘ব্রেকিং! জাস্টিন ট্রুডো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি বর্তমানে একজন মুসলিম।’
গত ২৯ আগস্ট এটি ফেসবুক পোস্ট করা হলে বিতর্ক দানা বাঁধে।
ফেসবুকের ভাইরাল হওয়া ওই পোস্টে জাস্টিন ট্রুডোর মাথায় আরব মুসলিমদের মতো একটি টুপি পরা ছবি ছিল। তাই জল্পনার অন্ত ছিল না। তার উপর ভিডিওতে এক বক্তৃতায় ট্রুডোকে দেখা যাচ্ছে তিনি বলছেন, তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এই ভিডিওটি এবং ফেসবুক পোস্টটি টুইটার এবং ফেসবুকে হাজার হাজার বার শেয়ার করা হয়েছে।
পশ্চিমি গণমাধ্যম বলছে, এটি ট্রুডো সম্পর্কে গুজব। আসলে ভিডিওটি ধারণ করা হয়েছে ২০১৩ সালে। সে সময় ট্রুডো লিবারেল পার্টির একজন নেতা হিসেবে রমজান মাসে কানাডার পশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় মুসলিমদের সাথে মাগরিবের প্রার্থনায় অংশ নিয়েছিলেন। তাকেই নাকি বিকৃত করা হয়েছে। আর ২০১৬ সালের হ্যালোয়েন উৎসবে ট্রুডো তার কনিষ্ঠ পুত্র হাডরিয়েনের সাথে মিলে যুবরাজ সেজেছিলেন। সেই ছবি গুজব ছাড়ানোর জন্য মুসলিম হিসেবে দেখানো হয়েছে। একটি ওয়েবসাইটে এ ধরনের ব্যঙ্গ খবর প্রকাশিত হয়ে থাকে তা থেকেই এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এই গুজব নিয়ে ট্রুডো কোনো মন্তব্য করেননি।