আমেরিকার নর্থ ক্যারোলিনায় ঘূর্ণিঝড় ফ্লোরেন্সের আঘাতে সেখানকার মানুষজন এখনো স্বাভাবিক হতে পারেনি। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই ঘূর্ণিঝড় 'ম্যাংখুত' আছড়ে পড়ল ফিলিপাইনে। শক্তিশালি ঘূর্ণিঝড় 'ম্যাংখুত' ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে শনিবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা শুরু করে। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে ফিলিপাইনের লুজন দ্বীপ। ঝড়ের দাপটে ভেঙ্গে গেছে বাড়ি ঘর। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এই সুপার ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কারণে ক্ষতির মুখে পড়েছে ৪০ লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর ওই দ্বীপের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct