জাপানে শতবর্ষের মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। গত বছরের তুলনায এ বছর শতায়ু জাপানিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩ শতাংশ। জাপান সরকারের স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, সেদেশে শতায়ু মানুষের সংখ্যা ৬৯,৭৮৫জন। এদের বেশিরভাগই মহিলা।
জাপ সরকারি তথ্য বরছে, ১৯৬৩ সালে জাপানে শতায়ু জাপানির সংখ্যা ছিল মাত্র ১৫৩। ১৯৮১তে তা দাঁড়ায় ১০০০। ১৯৯৮ সালে তা ১০ হাজারে পৌঁছায়। ২০১২ সালে ৫০ হাজার ছাড়িয়ে যায়। জাপান বরছে সেদেশে বিশ্বের সবচেয়ে প্রবীণ মহিলার বাস। তার নাম কানে তানাকা। বর্তানে তার বয়স ১১৫। ১৯০৩ সালের ২ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।